পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

কি জালা দিয়ে গেলা মরে নয়নের কাজল পরানের বন্ধু রে - Arman tech 365

 কি জালা দিয়ে গেলা মরে 


========গান=========
কি জালা দিয়ে গেলা মোরে
====================


কি জ্বালা দিয়ে গেলা মোরে 😕
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে।

কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে, 
না দেখিলে পরান পোড়ে,
না দেখিলে পরান পোড়ে।🙂

না রাখি মাটিতে. না রাখি পাটিতে.
না রাখি পালকের উপরে (x2)

সিথিরও সিঁদুরে রাখিব বন্ধুরে,
সিথিরও সিন্দুরে রাখিব বন্ধুরে

ভিড়িয়ে রেশম ডোরে,
ভিড়িয়ে রেশম ডোরে।

Arman Tech 365


বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে

ও.. বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে

কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,

না ডাকি ননদিনীর ডরে,
না ডাকি ননদিনীর ডরে।

নারীর প্রেম গেছে, কি টোনা কইরাছে,
বস্র খসি খসি পড়ে (x2)

কহে আসগর আলী, সাধু শত জানি,
কহে আসগর আলী, সাধু শত জানি,

উদাসী বানাইল মোরে,
উদাসী বানাইল মোরে।

Arman tech 365 ❤️🥀✅

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন